-- বিজ্ঞাপন ---

২০২৪ সালে বিশ্বে ১২৪ সাংবাদিক খুন,বেশিরভাগই ইসরাইলি বাহিনীর হাতে

বিশেষ প্রতিনিধি#

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ১৮টি দেশে অন্তত ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ, অর্থাৎ ৮৫ জন সাংবাদিক, ইসরায়েল-গাজা সংঘাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন।
সিপিজে আরও জানিয়েছে, ২০২৪ সালে সুদান ও পাকিস্তানে ৬ জন করে সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া, মেক্সিকোতে ৫ জন, মিয়ানমার, লেবানন ও ইরাকে ৩ জন করে এবং হাইতিতে ২ জন সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজে ১৯৯২ সাল থেকে সাংবাদিকদের মৃত্যুর তথ্য সংগ্রহ করছে, এবং তাদের মতে, ২০২৪ সালটি সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে চিহ্নিত হয়েছে।
ইসরায়েল-গাজা সংঘাতে ৮৫ জন সাংবাদিক ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন,যাদের মধ্যে ৮২ জন ফিলিস্তিনি। সুদান ও পাকিস্তানে প্রতিটি দেশে ৬ জন করে সাংবাদিক,মেক্সিকোতে ৫ জন সাংবাদিক, মিয়ানমার, লেবানন ও ইরাকের প্রতিটি দেশে ৩ জন করে সাংবাদিক ,হাইতিতে ২ জন সাংবাদিকে এবং বাংলাদেশে ২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৬৯ জন, ২০২৩ সালে ১০২ জন এবং ২০২৪ সালে তা বেড়ে দাড়ায় ১২৪ জনে।
বিশেষ করে, ২০২৪ সালে নিহত সাংবাদিকদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইসরায়েল-গাজা সংঘাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। এর আগে, ২০০৭ সালে ১১৩ জন সাংবাদিক নিহত হয়েছিলেন, যার প্রায় অর্ধেকই ইরাক যুদ্ধের কারণে। ২০২৪ সালের গাজা সংঘাতে নিহত ৮৫ জন সাংবাদিকের মধ্যে ৮২ জন ফিলিস্তিনি, ৩ জন লেবানিজ এবং ২ জন ইসরায়েলি ছিলেন। সিপিজে আরও জানিয়েছে, ২০২৪ সালে গাজা যুদ্ধে অন্তত ৮৫ জন সাংবাদিক ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন, যার মধ্যে ৮২ জন ফিলিস্তিনি। এছাড়া, ২০২৩ সালে গাজা যুদ্ধে ৭৭ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭২ জন ফিলিস্তিনি, ৩ জন লেবানিজ এবং ২ জন ইসরায়েলি।
সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকদের জন্য পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ মনে করছেন বিশ্লেষকরা।##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.