-- বিজ্ঞাপন ---

উচ্চ শিক্ষায় এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর!

বিশেষ প্রতিনিধি#

ভয়াবহভাবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের আল নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি ১২০০ থেকে ১৫০০ তম স্থানে এবং সিরিয়ার দ্যামাস্কাস ইউনিভার্সিটির ১৫০১ তম বা তার অধিক স্থানে রয়েছে। এটি সদ্য প্রকাশিত টাইম হায়ার এডুকেশন র‍্যাংকিং এ অবস্থান। অবাক করার বিষয় এ দুটি দেশ যুদ্ধে এতটাই বিপর্যস্ত বলাবাহুল্য। শুধু এ দুটি নয়, বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই লেবাননও। ইরানের শিক্ষাও প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে।

২০২৫ এ শিল্প সম্পৃক্ততা এবং শিক্ষাদানে উল্লেখযোগ্য উন্নতির মাধ্যমে টানা নবম বছরের মতো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১০০ শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান বজায় রেখেছে। নতুন এই তালিকায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কোর ৯৩.৫ দেখানো হয়েছে। আর অক্সফোর্ডের পাশাপাশি ৯৩.১ স্কোর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এই র‍্যাংকিং এ দ্বিতীয় শীর্ষ স্থানে এবং এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চীনের সিনহুয়া ইউনিভার্সিটি ১২ তম স্থানে নিজের যোগ্য স্থান করে নিয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক টাইম হায়ার এডুকেশন ২০২৫ সালের নতুন এই র‍্যাংকিং এ সারা বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলের মোট ২,৮৫৫টি বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পেয়েছে। এই তালিকায় পশ্চিমা বিশ্বের দেশগুলোর ব্যাপক প্রাধান্য বজায় থাকলেও বাস্তবে উন্নত শিক্ষা বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কিন্তু সর্বোচ্চভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে তাদের অর্জিত অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো প্রযুক্তি নির্ভর এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ হিসেবে সৌদি আরবের মোট ৩৪টি বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকায় স্থান পেয়েছে। টাইম হায়ার এডুকেশন র‍্যাংকিং ২০২৫ এর সর্বশেষ আপডেট তথ্যমতে, সৌদি আরবের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ম অ্যান্ড মিনারেলস। সৌদি আরবের প্রভাবশালী এই বিশ্ববিদ্যালয়টি ৬০.১ স্কোর অর্জন করে বৈশ্বিক তালিকায় ১৭৬ তম স্থানে নিজের যোগ্য স্থান করে নিয়েছে। তাছাড়া দেশটির কিং সৌদ ইউনিভার্সিটি এবং প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটি গ্লোবাল র‍্যাংকিং এ ২৫১ থেকে ৩০০ তম স্থানে রয়েছে।

তাছাড়া গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিং এ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মোট ১৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকায় স্থান পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ইউনিভার্সিটি ১৯১ তম স্থানে, কাতারের কাতার ইউনিভার্সিটি ২০১ থেকে ২৫০ তম স্থানে এবং কুয়েতের আমেরিকান ইউনিভার্সিটি অব দ্য মিডিলইস্ট রয়েছে ৪০১ থেকে ৫০০ তম স্থানে। তাছাড়া ওমানের সুলতান কাবোস ইউনিভার্সিটি রয়েছে ৬০১ থেকে ৮০০ তম স্থানে এবং ইরাকের দেশ সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনিভার্সিটি অব সুলাইমানি ১০০১ থেকে ১২০০ তম স্থানে রয়েছে।

টাইম হায়ার এডুকেশন র‍্যাংকিং এ চলতি ২০২৫ সালের তালিকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেবাননের লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি ২৫১ থেকে ৩০০ তম স্থানে, বাহরানের অ্যারাবিয়ান গালফ ইউনিভার্সিটি ৫০১ থেকে ৬০০ তম স্থানে এবং জর্ডানের অ্যাপলাইড সায়েন্স প্রাইভেট ইউনিভার্সিটি ৫০১ থেকে ৬০০ তম স্থানে রয়েছে। তবে ভয়াবহভাবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের আল নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি ১২০০ থেকে ১৫০০ তম স্থানে এবং সিরিয়ার দ্যামাস্কাস ইউনিভার্সিটির ১৫০১ তম বা তার অধিক স্থানে রয়েছে।

এদিকে যুদ্ধ-বিগ্রহকে পাশ কাটিয়ে একটি শক্তিশালী এবং টেকসই শিক্ষা ব্যবস্থার দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইল ও ইরান। মাত্র ৯১ লক্ষ জনসংখ্যার দেশ ইসরাইলের শীর্ষ স্থানীয় উচ্চস্তরের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নাম লিখিয়েছে তেল আভিভ ইউনিভার্সিটি। টাইম হায়ার এডুকেশন র‍্যাংকিং এ দেশটির তেল আভিভ ইউনিভার্সিটি ২০১ থেকে ২৫০ তম স্থানে এবং হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম রয়েছে ৩০১ থেকে ৩৫০ তম স্থানে। এদিকে ইসরাইলের চীর প্রতিদ্বন্দ্বী ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি রয়েছে ৩০১ থেকে ৩৫০ তম স্থানে।
##তথ্যসূত্র: টাইম হায়ার এডুকেশন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.