বিশেষ প্রতিনিধি#
চীনের কর্তৃপক্ষ দেশের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) উদ্যোক্তা ও গবেষকদের যুক্তরাষ্ট্র সফর এড়াতে নির্দেশ দিচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, সূত্রের উদ্ধৃতি দিয়ে। কর্তৃপক্ষের উদ্বেগ হলো, বিদেশ ভ্রমণের সময় চীনা এআই বিশেষজ্ঞরা জাতির অগ্রগতির বিষয়ে গোপন তথ্য ফাঁস করতে পারেন, সংবাদপত্রটি জানিয়েছে।
এছাড়াও, কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে নির্বাহীরা আটক হতে পারেন এবং যুক্তরাষ্ট্র-চীন আলোচনায় বিনিময়ের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারেন। ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডায় এক হুয়াওয়ে নির্বাহীকে আটক করার ঘটনার সঙ্গে এই আশঙ্কার তুলনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও চীন বৈশ্বিক এআই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। সম্প্রতি চীনের স্টার্টআপ DeepSeek এমন এআই মডেল উন্মোচন করেছে যা তারা দাবি করছে, কম খরচে ওপেনএআই ও গুগলের মতো মার্কিন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিদ্বন্দ্বী বা এগিয়ে রয়েছে। হোয়াইট হাউস এবং চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস, যা সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের জিজ্ঞাসার উত্তর দেয়, রয়টার্সের অনুরোধের পরও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে বলেন, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সামগ্রিক নিরাপত্তা উন্নত করতে হবে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম শনিবার এই তথ্য জানায়। শি বলেন, “আমাদের দেশের রাজনৈতিক নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে,” এবং তিনি এটি দলীয় পলিটব্যুরোর অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে বলেছেন বলে জানানো হয়।
গত মাসে চীনের নেতা দেশটির প্রযুক্তি খাতের বৃহৎ ব্যক্তিত্বদের সঙ্গে এক বিরল বৈঠক করেন এবং তাদেরকে “তাদের প্রতিভা প্রদর্শনের” আহ্বান জানান। তিনি তাদেরকে চীনের মডেল ও বাজারের শক্তির প্রতি আত্মবিশ্বাসী হতে বলেন।
জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ ভ্রমণ করা নির্বাহীরা যাত্রার আগে তাদের পরিকল্পনার তথ্য জানাতে বাধ্য এবং ফিরে আসার পর তারা কাকে দেখেছেন ও কী করেছেন তা কর্তৃপক্ষকে ব্রিফ করতে হয়। DeepSeek-এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং ফেব্রুয়ারিতে প্যারিসে অনুষ্ঠিত একটি এআই সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরেকজন শীর্ষস্থানীয় চীনা এআই স্টার্টআপের প্রতিষ্ঠাতা গত বছর বেইজিংয়ের নির্দেশের পর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাতিল করেছিলেন, ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়।##
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.