এন.এইচ নিরব:
এসময় মিয়ানমারে তাদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়।
সকাল ৯টার পর থেকে পাহাড়ের পাদদেশে মাঠে জড়ো হতে শুরু করে রোহিঙ্গারা। এক পর্যায়ে বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সেখানে মঞ্চে বক্তব্য রেখেছেন মাষ্টার আবদুর রহিম, মৌলভী ছৈয়দ উল্লাহ ও রোহিঙ্গা নারী নেত্রী হামিদা বেগম সহ অনেকেই।
এই সমাবেশে মিয়ানমার সেনাবাহিনীর হাতে যারা নিহত ও নির্যাতিত হয়েছেন তাদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী নৃশংস অভিযান চালানোর পর নতুন করে ৭ লাখ ৪৩ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।#