-- বিজ্ঞাপন ---

মহাবিশ্বের অধিক ভর সম্পন্ন কৃষ্ণ গহবর ফনিক্স-এ!

সিরাজুর রহমান#

সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা ফনিক্স গ্যালাক্সি ক্লাস্টারে (Phoenix Cluster) একটি অত্যন্ত ভরবাহী কৃষ্ণ গহ্বর (Supermassive Black Hole) শনাক্ত করেছেন, যা মহাবিশ্বে পাওয়া কৃষ্ণ গহ্বরগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম। এটি সূর্যের ভরের কয়েক শ’ কোটি গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে।

ফনিক্স ক্লাস্টার, যা পৃথিবী থেকে প্রায় ৫.৭ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত, একটি অত্যন্ত উজ্জ্বল এবং গ্যাসসমৃদ্ধ গ্যালাক্সি ক্লাস্টার। এখানেই কেন্দ্রীয় গ্যালাক্সির কেন্দ্রে এই বিশাল কৃষ্ণ গহ্বরের অবস্থান নিশ্চিত করেছেন গবেষকরা।

এই আবিষ্কার আমাদের মহাবিশ্বে কৃষ্ণ গহ্বরের বিকাশ ও প্রভাব সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। কৃষ্ণ গহ্বরটি এর আশেপাশের গ্যাস ও ধূলিকণা গ্রাস করে এবং তীব্র রেডিও ও এক্স-রে বিকিরণ নির্গত করে চলেছে, যা বিজ্ঞানীদের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞানীদের মতে, এই ধরনের কৃষ্ণ গহ্বর গ্যালাক্সির বিকাশ, তারা গঠনের হার এবং এমনকি গ্যালাক্সি ক্লাস্টারের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।

আমাদের অতি চিরচেনা আকাশগঙ্গার ছায়াপথের কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল হচ্ছে সাগিটেরিয়াস-এ ব্ল্যাক হোল। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, যার ভর অবিশ্বাস্যভাবে সূর্যের তুলনায় আনুমানিক ৪২,৯৭,০০০ গুণ বেশি হতে পারে। তবে এটি মহাবিশ্বের সবচেয়ে বিশাল আকারের এবং অতি ভরসম্পন্ন একমাত্র কৃষ্ণগহ্বর নয়। আসলে এর অপেক্ষা কয়েক হাজার গুণ অধিক ভরসম্পন্ন এবং ধ্বংসাত্মক ব্ল্যাক হোল হয়তো লুকিয়ে রয়েছে এই সুবিশাল মহাবিশ্বে।
তবে বিজ্ঞানীরা কিন্তু অতি সাম্প্রতিক সময়ে উচ্চ প্রযুক্তির ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (ইএইচটি) স্পেস টেলিস্কোপ ব্যবহার করে একটি অত্যন্ত শক্তিশালী আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলের অস্তিত্ব শনাক্ত করেছেন। যার অবিশ্বাস্য আকার ও ভর মহাকাশ বিজ্ঞান এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ফিনিক্স-এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল। তাদের অনুমান মতে, এর ভর হতে পারে আমাদের সূর্যের তুলনায় আনুমানিক ১০,০০০,০০০,০০০ গুণ (১০০ বিলিয়ন) বেশি।
ফিনিক্স-এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল বর্তমানে আমাদের সোলার সিস্টেম থেকে ৫.৮ বিলিয়ন লাইট ইয়ার দূরত্বে ফিনিক্স ক্লাস্টার গ্রুপে অবস্থান করছে এবং এর ব্যাস বা ডায়ামিটার হতে পারে আনুমানিক ৩৬৬ বিলিয়ন মাইল। মূলত ফিনিক্স ক্লাস্টার গ্রুপের কেন্দ্রীয় ছায়াপথ হল ফিনিক্স এ, একটি উপবৃত্তাকার ছায়াপথ যার কেন্দ্রে একটি আল্ট্রা সুপারম্যাসিভ ব্ল্যাকহোল ফিনিক্স-এ* থাকতে পারে।
আসলে ফিনিক্স ক্লাস্টার ( SPT-CL J2344-4243 ) হল একটি বিশাল আকারের এবং আবেল শ্রেণীর টাইপ I গ্যালাক্সি ক্লাস্টার যা ফিনিক্সের দক্ষিণ নক্ষত্রপুঞ্জে অবস্থিত । এটি প্রাথমিকভাবে গত ২০১০ সালে দক্ষিণ মেরু টেলিস্কোপের সহযোগিতায় সুনিয়েভ-জেলডোভিচ প্রভাব ব্যবহার করে দক্ষিণ আকাশের ২ হাজার ৫০০ বর্গ ডিগ্রি জরিপের সময় সনাক্ত করা হয়। এটি মহাবিশ্বে পরিচিত সবচেয়ে বৃহৎ গ্যালাক্সি ক্লাস্টারগুলির মধ্যে একটি।
এটি এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে উজ্জ্বল এক্স-রে ক্লাস্টার, যা অন্য যে কোনো পরিচিত বৃহৎ ক্লাস্টারের চেয়ে বেশি এক্স-রে উৎপন্ন করে। এটি পৃথিবী থেকে ৮.৬১ বিলিয়ন আলোকবর্ষ (২.৬৪ গিগাপারসেক ) দূরত্বে অবস্থিত। প্রায় ৪২টি লোকাল ছায়াপথ চিহ্নিত করা হয়েছে এবং এটিকে বর্তমানে SIMBAD জ্যোতির্বিদ্যা ডাটাবেসে তালিকাভুক্ত করা হয়েছে। যদিও ফনিক্স-এ ক্লাস্টারে আনুমানিক ১ হাজারের অধিক ছায়াপথ থাকতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা।
এখানে প্রকাশ থাকে যে, ফনিক্স-এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল সংক্রান্ত প্রাপ্ত তথ্য উপাত্ত বিজ্ঞানীদের একটি পর্যবেক্ষণ ও গবেষণামূলক আনুমানিক প্রেডিকশন মাত্র। তাছাড়া এই তথ্য মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রেক্ষিতে কিছুটা বিভ্রান্তিকর এবং বর্তমান বৈজ্ঞানিক ডেটার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বর্তমানে পরিচিত সবচেয়ে ভর সম্পন্ন সুপারম্যাসিভ ব্ল্যাকহোল টিওএন-৬১৮ আনুমানিক ৬৬ বিলিয়ন সৌর ভরের সমান এবং এবেল ১২০১ এর কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের ভর আনুমানিক ৪০ বিলিয়ন সৌর ভরের সমান হতে পারে।
এদিকে, ফনিক্স ক্লাস্টারে অবস্থিত ব্ল্যাকহোলের ভর বিজ্ঞানীদের পূর্ববর্তী গবেষণায় প্রায় ২০ বিলিয়ন সৌর ভর হতে পারে বলে অনুমান করা হয়েছিল। তবে অতি সাম্প্রতিক সময়ে ফনিক্স-এ ব্ল্যাকহোলের ১০০ বিলিয়ন সৌর ভরের দাবিটি কোনো স্বীকৃত যেমন নাসা/ইএসএ কিংবা স্পেস ডট কম ওয়েবসাইটের মতো গুরুত্বপূর্ণ সায়েন্স পোর্টালে সমর্থন করা তথ্য প্রকাশ করা হয়নি।
আসলে জোতির্বিজ্ঞানের গবেষণা অনুযায়ী একটি ১০০ বিলিয়ন সৌর ভরের সমান ব্ল্যাকহোলের আনুমানিক আকার কিংবা বিস্তৃতি হতে পারে প্রায় ~২৯৫ বিলিয়ন কিলোমিটার বা ~০.০৩ আলোকবর্ষের সমান। এদিকে উল্লেখিত ফনিক্সে ব্ল্যাকহোলের ক্ষেত্রে এর আকার দেখানো হচ্ছে ৩৬৬ বিলিয়ন মাইল বা ~৫৯০ বিলিয়ন কিলোমিটার। যা এক্ষেত্রে মহাকাশ বিজ্ঞানের তাত্ত্বিক গবেষণার অনুমিত প্রেডিকশন অপেক্ষা প্রায় দ্বিগুণের কাছাকাছি দেখানো হয়েছে।
নাসার ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (EHT) এবং মহাকাশ বিজ্ঞানের বর্তমানে প্রচলিত পর্যবেক্ষণ প্রযুক্তি দ্বারা আমাদের সোলার সিস্টেম থেকে অনেকটাই নিকটবর্তী ব্ল্যাকহোল (যেমন এম-৮৭* বা সাগিটেরিয়াস-এ*) পর্যবেক্ষণে ব্যবহারযোগ্য উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ফনিক্স ক্লাস্টারের দূরত্ব হতে পারে ~৫.৮ বিলিয়ন আলোকবর্ষ বা তার অধিক। যা নিশ্চয়ভাবেই নাসার ইভেন্ট হরাইজন টেলিস্কোপের প্রযুক্তিগত সক্ষমতার সীমার বাইরে থাকার কথা।
আর বর্তমানে প্রচলিত এহেন প্রযুক্তি দিয়ে ফনিক্স-এ আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলের মতো অত্যন্ত দূরবর্তী ব্ল্যাকহোল পর্যবেক্ষণ এবং সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করা বিজ্ঞানীদের কাছে একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে। তাছাড়া এই তথ্য কিন্তু নির্ভুলভাবে আন্তর্জাতিক পর্যায়ের নাসা, ইএসএ, নেচার, অ্যাস্ট্রোনমি বা দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল-এর মতো স্বীকৃত জার্নালে প্রকাশ করা হয়নি।##তথ্যসূত্র: উইকিপিডিয়া, আউট ওয়ান ডট নেট।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.