--- বিজ্ঞাপন ---

কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাড়ালেন রাহুল

0

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাড়ালেন রাহুল গান্ধী। বিগত নির্বাপচনে কংগ্রেসের ফল বিপর্যয়ের কারনে তিনি পদত্থেযাগ করবেন বলে আগ্কেই ঘোষণা দিয়েছিলেন। তবে নেতা-কর্মীরা তা ্দএ ঘোষণা মেনে নিতে পারেন নি। শেষপর্যন্ত সকল তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন। বুধবার তিনি দলের প্রধান থেকে ইস্তাফা দেন। বিবিসি সূত্রে জানা গেছে, রাহুল গান্ধীর পিতা, দাদী এবং দাদীর পিতা – সকলেই ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, যদিও ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নিয়ে তার কোন ”ঘৃণা বা ক্ষোভ” নেই, কিন্তু ভারত নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির বিষয়টিকে তার শরীরের প্রতিটি কোষ বিরোধিতা করে, যা বিভেদ ও ঘৃণার ওপর প্রতিষ্ঠিত হয়েছে। তিনি নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যে, ”শুধু একটি রাজনৈতিক দলের বিরুদ্ধেই আমাদের লড়তে হয়নি …ভারত রাষ্ট্রের পুরো ব্যবস্থার সঙ্গ আমাদের লড়তে হয়েছে।” সর্বশেষ নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ব্যাপক বিজয় পেয়েছে। গত লোকসভা নির্বাচনে গোটা দেশেই অত্যন্ত খারাপ ফল করে কংগ্রেস (Congress)। রাহুল গান্ধি নিজে কংগ্রেসের গড় বলে পরিচিত আমেঠিতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। যদিও কেরালার ওয়ানাড কেন্দ্র থেকে জিতে কিছুটা হলেও মুখ রক্ষা করেন সনিয়া পুত্র। এরপরেই রাহুল অসন্তোষ প্রকাশ করে বলেন কংগ্রেসের এই হারের দায় কোনো নেতাই নিতে আগ্রহী নন। তাই তিনিই কংগ্রেসের খারাপ ফলের দায় নিয়ে গত ২৫ মে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেন।তার আগে ২০ জুন এনডিটিভিকেও এক সাক্ষাৎকারে রাহুল জানান” যে কোনো বিষয়েই একটি দায়বদ্ধতা থাকে”।তবে রাহুল গান্ধির পদত্যাগের সিদ্ধান্তের পরেই দেশ জুড়ে বিভিন্ন কংগ্রেস নেতাদের মধ্যে পদত্যাগ করার হিড়িক পড়ে যায়।রাহুল গান্ধি কংগ্রেসের কার্যকরী কমিটিকে (Congress Working Committee) বলেন, খুব তাড়াতাড়ি একটি বৈঠক ডাকা হোক, যাতে দলের নতুন সভাপতি কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।নতুন নাম নির্বাচন করে তা জানিয়ে দেওয়ার জন্যেও দলকে পরামর্শ দেন রাহুল।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.