ভারতের পশ্চিমবঙ্গের মালদায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা মাকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ে প্রেম করছে, বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারেনি বাবা-মা। তাই একপর্যায়ে মেয়েকে হত্যা করে ব্যাগে ভরে নদীতে ফেলে দিয়েছে ওই বাবা-মা। এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার পশ্চিমবঙ্গের মালদার মাহেন্দ্রতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ওই অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মেয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন। অন্য এক গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার। সেটি কোনভাবেই মেনে নিতে পারছিল না তার বাবা মা। তাই একপর্যায়ে মেয়েকে মেরে ব্যাগে ভরে গঙ্গার নদীতে ফেলে দেয়। ইতিমধ্যে ওই মেয়ের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সংবাদ