--- বিজ্ঞাপন ---

ওয়াটার পার্কে কৃত্রিম সুনামি,আহত ৪৪

0

চীনে ছুটির দিন রবিবার সবাই একটু রিফ্রেশ হওয়ার চেষ্টা করেন। সেই চেষ্টাতেই শুইউন ওয়াটার পার্কে হাজির হন কয়েকশো মানুষ। এই ওয়াটার পার্কে সমুদ্রের বিশাল ঢেউ খাওয়ার আনন্দ দেওয়ার ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। সেই মতো সবাই জলে নেমে অপেক্ষা করছিলেন, ঢেউ আসবে। একটি বিশাল ঢেউ এগিয়ে আসছে। সামনে যাঁরা জলে ছিলেন তাঁরা একপ্রকার ভেসে যান জলে তোড়ে। ঢেউ সবাইকে ভাসিয়ে নিয়ে গিয়ে ফেলে ডাঙায়। সেই সঙ্গে একে অপরের সঙ্গে ধাক্কা খান প্রায় সবাই। এর ফলে প্রায় ৪৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি সংবাদ সংস্থা। ওয়াটার পার্কের কর্তৃপক্ষ জানিয়েছেন, জলে ঢেউ তোলার মেশিনটি ঠিকমতো কাজ করেনি। স্থানীয় অনেক সংবাদপত্রদাবি করেছিল, মেশিন অপারেটর মত্ত অবস্থায় ছিলেন। সেটা যে ঠিক নয় বলে দাবি করেছেন ওয়াটার পার্ক কর্তৃপক্ষের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। আর আপাতত তদন্তের জন্য ওয়াটার পার্কটি বন্ধ রাখা হয়েছে। মেশিন না মেশিন অপারেটরের ভুল, কী কারণে এই দুর্ঘটনা তা খুঁজে দেখা হচ্ছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.