--- বিজ্ঞাপন ---

আইপিএল ১২তম আসরের পর্দা উঠছে আজ

0

নিউজ ডেস্ক: দিন যেয়ে রাতে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে দুই দলের লড়াই।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে টুর্নামেন্টের প্রাইজমানি। বরবাবরের মতো এবারও থাকছে অর্থের ঝনঝনানি। চ্যাম্পিয়ন দল হাতিয়ে নেবে ১৫ কোটি ভারতীয় রুপি। আর রানার্সআপ দল পাবে ১০ কোটি রুপি। এছাড়া প্রতি ম্যাচে ও টুর্নামেন্টজুড়ে থাকছে নানা অর্থ পুরস্কার। চলুন একনজরে দেখে নেয়া যাক এবারের আইপিএলের সব প্রাইজমানি-

প্রতি ম্যাচের পুরস্কার

১. অন্য আসরের মতো এবারও রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। লিগ পর্যায়ের প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড় পাবেন ১ লাখ রুপি।

২. প্লে অফ রাউন্ডে ম্যাচসেরার পুরস্কারের পরিমাণ বাড়বে। সেরা চারের প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড় পাবেন ৫ লাখ রুপি।

৩. প্রতি ম্যাচের সেরা ক্যাচের জন্য থাকছে ১ লাখ রুপি।

৪. প্রতি ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১ লাখ রুপি। দুইজন ব্যাটসম্যান সমান ছক্কা মারলে সবচেয়ে বড় ছক্কা মারা ব্যাটার পাবেন এ পুরস্কার।

৫. টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের মাথায় থাকবে কমলা ক্যাপ।

৬. পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারী পরবেন বেগুনি ক্যাপ।

মৌসুম পুরস্কার

১. চলতি মৌসুমে সাত কিংবা ততোধিক ম্যাচ অনুষ্ঠেয় মাঠের জন্য বরাদ্দ ৫০ লাখ রুপি। এর কম ম্যাচ অনুষ্ঠেয় মাঠের জন্য বরাদ্দ ২৫ লাখ রুপি।

২. পুরো আসরে সেরা ক্যাচ ধরা ফিল্ডার পাবেন ১০ লাখ রুপি।

৩. গোটা আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। এক্ষেত্রেও টাই হলে বিবেচনা করা হবে বড় ছক্কা।

৪. পুরো টুর্নামেন্টে দ্রুততম ফিফটি করা ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। এক্ষেত্রে টাই হলে দেখা হবে আসরের স্ট্রাইক রেট।

৫. ম্যাচে প্রভাবের ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন টুর্নামেন্টের সেরা হ্যান্ডস্যাম খেলোয়াড়। সেজন্য থাকছে ১০ লাখ রুপি।

৬. পুরো আসরের সবচেয়ে অভিনব, সৃষ্টিশীল ও দর্শনীয় শট খেলা ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি।

৭. আসরের উদীয়মান খেলোয়াড় পাবেন ১০ লাখ রুপি।

৮. আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার-এমভিপি) পয়েন্ট পাওয়া ক্রিকেটার পাবেন ১০ লাখ রুপি।

দলীয় পুরস্কার

১. চ্যাম্পিয়ন দল পাবে ১৫ কোটি রুপির চেক

২. রানার্সআপ দল পাবে ১০ কোটি রুপির চেক

৩. প্লে-অফের অন্য দুই দল পাবে ৫ কোটি রুপির চেক

আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি বলেন, আমাদের জিততেই হবে। জেতার ব্যাপারে কোনো অজুহাত দিতে চাই না। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই।

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। ধোনির নেতৃত্বে হ্যাটট্রিক শিরোপা জিতেছে চেন্নাইয়ের দলটি। অন্যদিকে আট বছর বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে এখনও শিরোপা উপহার দিতে পারেননি কোহলি।

যে কারণে উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ধোনির দল চেন্নাই। দুই দল এখনও পর্যন্ত মোট ২২বার মুখোমুখি হয়। ১৪টিতে জিতেছে চেন্নাই। বেঙ্গালুরু জিতেছে মাত্র সাতটিতে। শেষ ছয় সাক্ষাতে অবশ্য একবারও জিততে পারেননি কোহলিরা।

২০১৪ সালে শেষবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল বেঙ্গালুরু। শনিবার রাতে কোহলির ব্যাট জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, এমএস ধোনি, কেদার যাদব, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দুল ঠাকুর।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, ডিভিলিয়ার্স, সিমরন হেটমায়ার, স্টয়নিস, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.