--- বিজ্ঞাপন ---

রূপান্তরিত শ্রী-র ডেবিউ হচ্ছে বলিউডে

0

নিউজ ডেস্ক: ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতে ‘সিজনস্ গ্রিটিংস’ নামে একটি ছবি তৈরি করছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এর একটি চরিত্রে এক রূপান্তরকামী অভিনয় শিল্পীকে কাস্ট করতে চেয়েছিলেন পরিচালক। অবশেষে সে সুযোগ এল। এই ছবিতে ‘চপলা’র চরিত্রে রূপান্তরিত শ্রী ঘটক মুহুরিকে কাস্ট করলেন রামকমল। এ খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার। প্রকাশিত সে খবরে রামকমলের ভাষ্য, একজন অভিনেতা বা অভিনেত্রীকে এই রূপান্তরকামী চরিত্রটির জন্য কাস্ট করা মুশকিল ছিল। জেন্ডার স্পেসিফিক রোল না হলে অনেকেই করতে চান না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে এই চরিত্রটাই বিশ্বাস করবে, জাস্টিফাই করতে পারবে।

আর এ কারণে শ্রী-র অডিশন নেন তিনি। অডিশনের পর চরিত্রের জন্য পছন্দও হয়ে যায় তাকে। এই ছবির মাধ্যমেই বলিউড প্রথম রূপান্তরকামী অভিনেত্রীকে পেল বলে দাবি করছেন রামকমল। শ্রী-র কথায়, রামকমলের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারছি। উনি কী চাইছেন, সে ব্যাপারে খুব পরিষ্কার। প্রথমে আমার একটু দ্বিধা ছিল। কিন্তু গল্পটা শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। তখনই ঠিক করেছিলাম, এই ছবিটার সঙ্গে থাকতে চাই। এই ছবিতে লিলেট দুবে এবং সেলিনা জেটলির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রী। সব মিলিয়ে তার কাছে নতুন জার্নি।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.