--- বিজ্ঞাপন ---

চট্টগ্রাম ইপিজেড শ্রমিকদের বেতনের ৬৩ লক্ষ টাকা সমেত আসামী তুষার রাসেলকে দ্রুততম সময়ে গ্রেফতার করেছে চট্টগ্রাম অঞ্চলের র‌্যাব-৭।

0

মোহাম্মদ শহীদুল  ইসলাম: শ্রমিকদের কষ্টার্জিত বেতনের টাকা নিয়ে বেশীদিন পালিয়ে থাকতে পারেনি স্টোর হেল্পার তুষার। অবশেষে  ‌র‌্যাবের বিশেষ অভিযানে ধরা চুরি যাওয়া টাকাসমেত ধরা পড়েছে।

‌র‌্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম ইপিজেড এলাকায় অবস্থিত চীনের প্রতিষ্ঠান জিহোং মেডিকেল প্রোডাক্ট বিডি লিঃ এর ব্যবস্থাপক মোঃ মোফাজ্জল হোসেন গত ১২ মার্চ  র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবরে অভিযোগ জানান যে, তাদের প্রতিষ্ঠানে স্টোর হেল্পার হিসেবে কর্মরত মোঃ তুষার মাহমুদ রাসেল (২৬) উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট অফিস কক্ষে রক্ষিত ৬৫ লক্ষ ৩০ হাজার  টাকা ভোল্ট ভেঙে নিয়ে পালিয়ে যায়। ঐ টাকা  শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচ মিটানোর উদ্দেশ্যে রাখা হয়েছিল। মোঃ তুষার মাহমুদ রাসেল উক্ত প্রতিষ্ঠানের একজন অন্যতম পুরাতন কর্মচারী।

 

 

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন বাংলাদেশের সংবাদকে  জানান, এ ঘটনায় ১২ মার্চ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় একটি মামলা দায়ের করা হয়। (মামলা নং ২৬/১১৪, তারিখ- ১২ মার্চ ২০২০)। পরবর্তীতে র‌্যাব সদর দপ্তরের সার্বিক সহায়তায় র‌্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রাম এর একটি চৌকষ দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারে যে, টাকা চোর চক্রের সদস্য ঢাকা মহানগরীর মিরপুরের কোন এক জায়গায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মার্চ রাত ৮টা ৪০ মিনিটে র‌্যাব-৭ এর দল ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন মেরুন রোডস্থ হোটেল লন্ডন প্লেসে অভিযান চালিয়ে আসামী মোঃ তুষার মাহমুদ  রাসেলকে আটক করে। তার পিতার নাম মোঃ ছিদ্দিক পালওয়ান। গ্রামের ঠিকানা থানা- তালতলী, জেলা- বরগুনা’কে । এসময় তল্লাশী চালিয়ে তার একটি কালো ব্যাগের ভিতর লুকানো অবস্থায় ৬৩লক্ষ ৭৬হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জিহোং মেডিকেল প্রোডাক্ট বিডি লিঃ এর ম্যানেজমেন্ট অফিস কক্ষে রক্ষিত টাকা চুরির কথা স্বীকার করে তুষার রাসেল। অতি স্বল্প সময়ের ব্যবধানে আসামী গ্রেফতার হওয়ায় চীনসহ অন্যান্য বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে আস্থা ফিরে আসে।

দ্রুততম সময়ের মধ্যে চুরি যাওয়া টাকা উদ্ধারের পর  র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মশিউর রহমান জুয়েল, পিএসসি বাংলাদেশের সংবাদকে বলেন, এ টাকা উদ্ধারের সাথে বিদেশী প্রতিষ্ঠান যারা এদেশে বিনিয়োগ করছে তাদের নিকট বাংলাদেশের সুনামের বিষয়টি জড়িত।  দ্রুততম সময়ের মধ্যেই আমরা টাকাগুলো উদ্ধার করতে পেরেছি।  এতে ইপিজেড সহ অন্যান্য এলাকার বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে যা বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করবে।

## শহীদ, চট্টগ্রাম, ১৪.০৩.২০২০ ইং।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.