--- বিজ্ঞাপন ---

করােনা ভাইরাস  চিকিৎসক – নার্সদের জন্য প্রস্তুত হচ্ছে ৩ হােটেল 

0
করােনা ভাইরাসে আক্রান্ত রােগীদের চিকিৎসায় নিয়ােজিত চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীরা পরিবারের সঙ্গে থাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের রাখা হবে নগরের তিনটি আবাসিক হােটেলে । নির্ধারিত ৩টি আবাসিক হােটেল হচ্ছে নগরের স্টেশন রােডের হােটেল দি এলিনা , হােটেল এশিয়ান এস আর ও হােটেল প্যারামাউন্ট । 
সিভিল সার্জন ডা . সেখ ফজলে রাব্বি বলেন , চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওই তিনটি আবাসিক হােটেল করােনা ভাইরাসের চিকিৎসায় নিয়ােজিতদের থাকার জন্য ব্যবহৃত হবে ।

জানতে চাইলে হােটেল প্যারামাউন্ট এর চেয়ারম্যান অধ্যক্ষ ডা . আবদুল করিম বলেন , করােনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সামনে থাকা চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা জাতীয় বীর । তারা এই মুহুর্তে পরিবারের সঙ্গে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ । তাদের থাকার জন্য প্রশাসনের নির্দেশে হােটেল প্যারামাউন্ট প্রস্তুত করা হচ্ছে ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.