--- বিজ্ঞাপন ---

রোটারী ক্লাব অব রয়েলস এর উদ্যোগে ‘খতনা ক্যাম্প’ প্রকল্প সম্পন্ন

0

রোটারী ক্লাব অব রয়েলস এর উদ্যোগে ‘খতনা ক্যাম্প’ প্রকল্প এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সার্জিকেয়ার হাসপাতাল লিমিটেড এর সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটির চন্দনাইশ মোহাম্মদপুরের ভুঁই খাজার বাড়িতে শেষ হয়। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত এ ক্যাম্পে আধুনিক পদ্ধতিতে দরিদ্র ১৩ জন শিশুর খতনা করা হয়েছে। রোটারী ক্লাব অব রয়েলস এর সদস্য রোটারীয়ান ডা. খাজা মো’ হোসেন কাউসারের নেতৃত্বে হাসপাতালের একটি টিম প্রকল্পটিতে  সার্বিকভাবে নিয়োজিত ছিলেন। সম্পূর্ণ বিনামূল্যে রোটারী ক্লাব অব রয়েলস প্রকল্পটির আয়োজন করে।

এ সময় ক্লাব সভাপতি রোটারীয়ান ইকবালুর রহমান নাদিম, প্রতিষ্ঠাতা সভাপতি রোটা, জসিম উদ্দিন চৌধুরী, আইপিপি রোটা. আহমেদ মুনির, নির্বাচিত সভাপতি রোটা. আবসার উদ্দিন চৌধুরী, ক্লাব সচিব রোটা. প্রকৌশলী হুময়ান কবির, সদস্য রোটা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল ইউসুফ, রোটা.আবু নাছের, রোটা.গোলাম মোস্তাফা ইকবাল, রোটা. ক্যাপ্টেন শিমুল দত্ত, রোটা. সাজু সেকুসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

পরে দরিদ্র শিশুদের বিনামূল্যে মাঝে ওষুধ ও লুঙ্গি বিতরন করা হয়।##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.