--- বিজ্ঞাপন ---

ডিসেম্বরেই করোনার টিকা পাবে ভারত

0

ভারতে চলতি বছরের শেষ নাগাদ আসতে পারে কোভিড-১৯–এর টিকা। এ কথা বলেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। খবর এনডিটিভির।

গতকাল গাজিয়াবাদে একটি হাসপাতালের উদ্বোধনে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে তৈরি তিনটি টিকার মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারব।

হর্ষবর্ধন আরও বলেন, করোনার বিরুদ্ধে আট মাসের দীর্ঘ লড়াইয়ে দেশে সুস্থতার হার ৭৫ শতাংশ। মোট ২২ লাখ মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। আরও সাত লাখ মানুষ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন।

ভারতের কোভিড-১৯–এর চিকিৎসা অবকাঠামো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘আমরা পুনের মাত্র একটা ল্যাবরেটরি দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবার আমরা ১০ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছি।’

গতকাল দৈনিক বিচারে সর্বাধিক ৬৩ হাজার ব্যক্তির সুস্থতার খবর পাওয়া যায়। ভারতের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৪ দশমিক ৬৯ শতাংশ মানুষ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.