--- বিজ্ঞাপন ---

টিকটকে ভিডিয়ো বানাতে নিজের জিপেই আগুন!

0

প্রচারের জন্য মানুষ কি না করতে পারে।  ভারতের গুজরাটে ফলোয়ার বাড়ানোর ‘নেশায়’ টিকটক ভিডিয়ো বানানোর জন্য এক ব্যক্তি আগুন লাগিয়ে দিলেন নিজের জিপেই। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে,গুজরাটের রাজকোটে দমকল অফিসের সামনে নিজের জিপটি দাঁড় করিয়ে ওই ব্যক্তি নির্লিপ্ত ভঙ্গিতে আগুন ছুঁড়ে দিলেন জিপের ভিতর। আর দাউ দাউ করে জ্বলতে লাগল জিপটি। রাজকোটের রাস্তায় গাড়ি পোড়ানোর এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম ইন্দ্রজিত্ সিংহ জাডেজা। জেরার সময় পুলিশকে তিনি জানিয়েছেন, টিকটিক ভিডিয়ো তুলতেই তিনি এই কাণ্ড করেছেন। তাঁর এই কাণ্ডের ভিডিয়ো করছিল তাঁরই এক বন্ধু। ইন্দ্রজিতের বন্ধুকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও সাইবার আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.