--- বিজ্ঞাপন ---

টানা ১৯ ঘন্টার বিমান যাত্রা

0

ডেস্ক নিউজ::বিশ্বের দীর্ঘতম বিরামহীন যাত্রীবাহী বিমানের একটি সফল পরীক্ষা চালিয়েছে অস্ট্রেলিয়ার কোয়ানটাস। এ  এয়ারলাইনস নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত বিমানটি চালায়। গবেষণার অংশ হিসেবে বিমানটি একটানা ১৯ ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উড়ে। প্রাথমিকভাবে ৪৯  জন যাত্রী নিয়ে নিউইয়র্ক থেকে সিডনিতে পৌঁছাতে বিমানটির সময় লেগেছে ১৯ ঘন্টা ১৬ মিনিট। প্রায় ১৬ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এ বিমানটি। কোয়ানটাস এয়ার লাইনস আশা করছে দূরপাল্লার আরো একটি ফ্লাইট চালু করবে, যেটি হবে লন্ডন থেকে সিডনি পর্যন্ত। এই এয়ারলাইন্স টি দূরপাল্লার বিভিন্ন বিমান চালানোর জন্য ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। ২০২২ ও ২০২৩ সাল পর্যন্ত দূরপাল্লার কয়েকটি বিমান চালাতে তারা পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। এই এয়ারলাইন্স এর বৈশিষ্ট্য হচ্ছে তারা যাত্রী কম নেবে যাতে জ্বালানি খরচ কম হয়। বিমানগুলোর ভেতরে এমন ব্যবস্থা রাখা হয় যাতে বিমানযাত্রীরা দীর্ঘ পথ পাড়ি দিতে কোন প্রকার সমস্যায় না পড়েন। আরামে যাতে ঘুমোতে পারেন। নির্দিষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। কয়েক ঘন্টা পর পর বিমানে খাবার সরবরাহ করা হয়।##

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.