--- বিজ্ঞাপন ---

মির্জাপুল এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা

0

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা নগরীর ষোলকবহর ওয়ার্ডে মির্জাপুল এলাকার হাজী নওসেন আলী লেইনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকার ৬৯ পরিবারের বয়ষ্ক ও বৃদ্ধদের উদ্বারে সহযোগীতা করে, ফায়ার সার্ভিস এর দমকল কর্মীদের পানি প্রদানে সহায়তা করে। রেড ক্রিসেন্ট চট্টগ্রাম প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রাপ্ত সেচ্ছাসেবকদের দ্বারা ক্ষতিগ্রস্থ এলাকার জনসাধারন, উদ্বারকর্মী সহ প্রায় দুইশ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।

প্রাথমিক চিকিৎসা প্রদান করার পাশাপাশি ৩ জন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের সহায়তা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান দলে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে ৩০ জন যুব সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে।

উল্লেখ্য যে, আজ ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবারে উল্লেখিত এলাকার পার্শ্ববর্তী স্থানে একইভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের পক্ষ থেকে কম্বল, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.