সৃজন সাংস্কৃতিক পরিষদ ও নিউজ চাটগাঁ পত্রিকার উদ্যোগে গত ২৪ মার্চ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আন্দরকিল্লার মোড়, বকসির হাট, চেরাগী পাহাড় ও লালদিঘী এলাকায় পথচারী, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সদস্যবৃন্দ। পথচারীদের মাঝে মাস্ক পড়িয়ে দেন নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী।
কর্মসূচীর উদ্যোগ নেন সংগঠনের উপদেষ্টা কলামিস্ট লায়ন এ.কে জাহেদ চৌধুরী ও সাংবাদিক সজল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সৃজন সাংস্কৃতিক পরিষদের সভাপতি অভিষেক চৌধুরী, সাধারণ সম্পাদক রক্তিম দে, অর্থ সম্পাদক রীমন দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক তীর্থ দত্তসহ সংগঠনের নেতৃবৃন্দ। উদ্ধোধক বলেন, করোনাভাইরাসে সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। এতে ৩০০ জন পথচারী ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।