--- বিজ্ঞাপন ---

মানুষের পাশে খাবার ও পানীয় নিয়ে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

0

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ যখন ঘরে অবস্থান করছে তখন মানুষের মুখে হাসি ফোটাঁনোর প্রত্যয় নিয়ে মাঠে থেকে কাজ করছে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকরা। প্রতিনিয়ত হাজারো মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের জন্য খাদ্য সামগ্রী যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবকরা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে এইচ এস বি সি ব্যাংকের অর্থায়নে নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর হাজারো মানুষের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার স্বরূপ রান্না করা খাবার প্রেরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর তত্ত্বাবধানে নগরীর মির্জাপুলস্থ ডেকোরেশন গলি এলাকায় অসহায়, দরিদ্র ও নিম্ন বৃত্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার এর পরিচালনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অধ্যাপকদের সম্মান জানিয়ে উপহার প্রদান করা হয়। এছাড়াও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় কোকাকোলা কোম্পনীর সহযোগীতায় কোভিড-১৯ পরিস্থিতিতে কর্মরত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্যসেবায় নিয়োজিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, হাসপাতালের রোগীদের, কর্মকর্তাদের জন্য পানীয় প্রেরণ করা হয়। উক্ত কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন সিটি ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ, সিনিয়র যুব সদস্য জৌর্তিময় ধর, কার্যকরী পর্ষদ সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.