--- বিজ্ঞাপন ---

ইসরাইল মিথ্যা প্রচারণা চালাচ্ছে, আমরাও বসে থাকবো না, বলছে ইরান

0

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের ওপর বোমা হামলা এবং হত্যার ব্যাপারে মিথ্যা প্রচারণা চালাতে থাকে তাহলে তারা ইরান এবং প্রতিরোধ ফন্টে প্রকৃত সক্ষমতা দেখবে।

সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের অবস্থান লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে বলে ভুয়া খবর প্রচারের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার জেনারেল আবুল ফাজল এই বক্তব্য দেন।

তিনি বলেন, আমরা ইহুদিবাদী ইসরাইল এবং তাদের পুতুলদেরকে সতর্ক করছি যে, তারা যদি এই ধরনের শয়তানি অব্যাহত রাখে তাহলে তারা ইরান ও প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা দেখবে।

ইসরাইল দাবি করে আসছে, সিরিয়ায় ইরানের শত শত অথবা হাজার হাজার সামরিক সদস্য মারা গেছেন।

ইসরাইলের দাবি নাকচ করে জেনারেল আবুল ফাজল বলেন, ‘এগুলো হচ্ছে ইসরাইলের ভয়াবহ রকমের মিডিয়াযুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং মিথ্যার কারবার।’

ইরানের এ সামরিক কর্মকর্তা বলেন, ইসরাইল এবং পশ্চিমা গণমাধ্যমগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা ইরানবিরোধী প্রচারণা চালায় মূলত তাদের শক্তি-সামর্থ্য, অমানবিক দখলদারিত্ব ও তাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়িয়ে দেখানোর জন্য। #পার্সটুডে

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.