নিউজ ডেস্ক##
বাংলাদেশে রোটারী আন্দোলনের বেশ সুনাম রয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে পলিও মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশের রোটারীয়ানরা ছিলেন বেশ সক্রিয়। দেশের যে ক’জন রোটারীয়ান বিদেশে সুনামের সাথে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশের জন্য সম্মান বয়ে আনছেন তাদের মধ্যে রোটারীয়ান মীর আনিসুজ্জামান অন্যতম। তিনি চট্টগ্রামের অন্যতম পুরানো ক্লাব রোটারী ক্লাব অব আগ্রাবাদের সাবেক সভাপতি। তিনি বাংলাদেশের রোটারী জেলা-৩২৮০ হতে গর্ভনরও নির্বাচিত হন। বর্তমানে তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের হয়ে রোটারী আন্দোলনের সাথ সম্পৃত্ত আছেন।