--- বিজ্ঞাপন ---

তামিলনাড়ু অতিক্রম করলো ঘূর্ণিঝড় নিভার

0

আন্তর্জাতিক ডেস্ক ##

ভারতের তামিলনাড়ু ও পুদিচেরির উপর দিয়ে অতিক্রম করলো ঘূর্ণিঝড় নিভার। ব্যাপক প্রস্ততি থাকাতে প্রাণহানির সংখ্য কম হয়েছে বলে রাজ্য প্রশাসন সুত্রে জানা গেছে। ঘূর্ণিঝড়ে মারা গেছে ৩ জন। আহত হয়েছেন অর্ধশত। ১১৮ টি ঘর ধ্বংস হয়েছে। ২৯টি গবাদি পশুর প্রাণহানি হয়েছে। ভেঙ্গে পড়েছে ৫ শ’রও বেশি গাছ। প্রায় ৫শ বৈদ্যুতিক পোল ভেঙ্গে গেছে। বিভিন্ন ক্যাম্পে আশ্রয়ে রয়েছে প্রায় আড়াইলাখ মানুষ। প্রায় ৯শ মেডিক্যাল ক্যাম্প কাজ করছে। ২৮৬ টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়াতে সংযোগ পাওয়া যাচ্ছে না।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষনের কারনে ব্যাপক এলাকার ঘরবাড়ি কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়ীঘরে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকাংশে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে পুদিচেরিতে ক্ষতির পরিমান বেশি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মূখ্যমন্ত্রী নারায়ানাস্বামী।

এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন মোদি সরকার। উদ্ধার তৎপরতাও অব্যাহত রয়েছে। অনেকাংশে পানিতে আটকা মানুষদের উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তামিলনাড়ু ও পুদিচেরির বেশিরভাগ রাস্তা পানিতে ঢুবে গেছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রান বিতরন চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.