--- বিজ্ঞাপন ---

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

0

আন্তর্জাতিক সংবাদ ##

বাংলাদেশ দূতাবাস আম্মান, জর্ডান যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে। দিবসের শুরুতেই বৃষ্টিস্নাত সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জর্ডানের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত আমাদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্র যাত্রাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদার করার আহ্বান জানান। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। বক্তব্য শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সব শেষে জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.