--- বিজ্ঞাপন ---

লন্ডনের মেয়র পদে পুনর্নির্বাচিত সাদিক খান

0

লন্ডনের মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন সাদিক সাসাখান। লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান আরও তিন বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, লেবার পার্টির প্রার্থী সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী সাউন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় স্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬।

বিবিসির খবরে বলা হয়, সাদিক খান ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে তাঁর দল লেবার পার্টি তুলনামূলক খারাপ ফল করেছে। ১০০ বছর ইতিহাসে লেবার পার্টি এই প্রথম ডারহাম কাউন্সিল হাতছাড়া করেছে। এ ছাড়া এই নির্বাচনে লেবার পার্টি ২১টি আসন হারিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি গতবারের চেয়ে ১৪টি আসন বেশি পেয়েছে।পুনর্নির্বাচিত হওয়ার পর টুইট বার্তায় লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাদিক খান। তিনি বলেন, ‘আরও তিন বছর লন্ডনের সেবা করার সুযোগ আমার জীবনের সেরা সম্মান।’ সূত্রঃ প্রথম আলো

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.