--- বিজ্ঞাপন ---

হাটহাজারীর সার্বিক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন

হাটহাজারী সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এম এ সালাম

0

হাটহাজারীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। রবিবার (৯ জুলাই) দুপুরে নগরীর আগ্রাবাদে হাটহাজারী সাংবাদিক ফোরামের সদস্যদের মতবিনিময়কালে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী সাংবাদিক ফোরামের সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর। হাটহাজারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী সাংবাদিক ফোরামের সদস্য বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক স ম ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক রুপম চক্রবর্তী, বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি ব্যুরো চীফ মুহাম্মদ সেলিম, ফোরামের সদস্য ও প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, ফোরামের সদস্য আলমগীর অপু। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য মাখন লাল সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন গোস্বামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব পার্থ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মির্জা ইমতিয়াজ শহীদ শাওন, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন, সদস্য আলী আকবর মুহুরী, জাহেদুল কবির, আমিন মুন্না, পার্থ প্রতীম নন্দী, চৌধুরী মাহবুব, হাবিব রেজা, রণী দে, আদর শর্মা, মুহাম্মদ সেলিম প্রমুখ।

এম এ সালাম বলেন, চট্টগ্রাম শহরে কর্মরত হাটহাজারীর সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন করেছে এটি সত্যিই আনন্দের খবর। একা কিছু করার চেয়ে দলগতভাবে কাজ করতে পারলে অনেক অসাধ্য সাধন করা যায়। সাংবাদিকদের নিজেতের অনেক সমস্যাও দলগতভাবে সমাধান করা যায়। হাটহাজারী চট্টগ্রাম শহরের খুবই কাছের একটি উপজেলা। হাটহাজারীকে উন্নত, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা লেখনীর মাধ্যমে একটি উপজেলার উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারে। কথায় আছে তলোয়ারের চেয়ে লেখনীর ক্ষমতা অনেক বেশি। তিনি বলেন, হাটহাজারীর সন্তান সাংবাদিকরা আপনারা বসবেন, আলোচনা করবেন। হাটহাজারীতে কি কি সমস্যা আছে তা খুঁজে বের করে তা সমাধানেও পথ দেখাতে হবে। সাংবাদিকতা মহৎ একটি পেশা। আমি সারাদিন বক্তব্য দিয়ে যেটা করতে পারবো না, একজন সাংবাদিক লেখনীর মাধ্যমে করতে পারবে। যেমন হাটহাজারীতে জায়গার অভাবে একটি মডেল মসজিদ করা যাচ্ছে না। আওয়ামী লীগ সরকার সারাদেশে দুইহাতে ঢেলে দিচ্ছেন। দেশের আনাচে কাঁনাচে উন্নয়ন করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হাটহাজারীর মানুষ অনেক কিছু পায়নি শুধু যোগ্য নেতৃত্বে কারণে। ১৯৯৬ সালে আমি এমপি ছিলাম না । কিন্তু সরকারে ছিলো আওয়ামী লীগ। আমি বর্তমান ফায়ার সার্ভিস স্থাপনে জায়গা খুঁজে দেওয়া, হাটহাজারী উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ, টিএন্ডটি অফিসের উন্নয়নসহ নানাকিছু করেছি। হাটহাজারীতে একটি টেকনিক্যাল স্কুল নেই। কিন্তু এই সরকার সারাদেশে টেকনিক্যাল স্কুল করেছে। আমরা কেন করতে পারিনি? হাটহাজারী আমাদের জন্মস্থান, সেখানে আমাদের ফিরতে হবে। তাই হাটহাজারীর উন্নয়নে সকলে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। ##

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.