--- বিজ্ঞাপন ---

রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট এর উদ্যোগে নতুন ঘর-এর চাবি হস্তান্তর করলেন গভর্ণর মতিউর

0
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ এর গভর্নর (ডিজি) রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফ বি এমডি বলেছেন, বিত্তের সাথে চিত্তের মেলবন্ধনে সাম্যের পৃথিবী বিনির্মাণ হবে। আমাদের যা প্রয়োজন তা রেখে বাকি সব সুবিধা বঞ্চিতদের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে অপার্থিব সুখ, প্রকৃত ভালোবাসা বিনিময় হয়। মানুষ চাইলেই একা অনেক কিছু ভোগ করতে পারে না, তাই সকলের তরে নিজেদের নিবেদিত করতে পারলেই ইহকাল ও পরকাল সুখের হবে।
গভর্নর প্রায়োরিটি প্রজেক্ট ‘হোম ফর হোম লেস’-এর আওতায় রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের বাড়ির মোহাম্মদ আহমদ হোসেন ও মোহাম্মদ মাসুদ হোসেনকে সেমিপাকা বাড়ির চাবি হস্তান্তরকালে অনাড়ম্বর আয়োজনে রোটারি গভর্নর এসব কথা বলেন।
সূচনা বক্তব্যে ক্লাবের কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি হাসিনা আক্তার লিপি বলেন, সম্প্রতি গভর্নর ভিজিটে আমরা কথা দিয়েছিলাম ন্যূনতম দু’টি গৃহনির্মাণে সহযোগিতা প্রদান করার। তারই ধারাবাহিকতায় একই জায়গায় দু’টি সেমিপাকা গৃহ হস্তান্তর করতে পেরে নিজেরা গর্ব অনুভব করছি।
সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতার বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। রোটারির ইমেজ বৃদ্ধিতে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর অনবদ্য পথচলায় তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
ক্লাব সেক্রেটারি রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় ৫ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ১১টায় রাউজানে এ প্রজেক্টে অংশগ্রহণ করেন ক্লাব চার্টার সদস্য পিপি এ.আর খান, ক্লাব এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর জয় দেব চন্দ্র দাস জয়, ট্রেজারার পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ, পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া, রোটারিয়ান রুমানা রুমা, স্থানীয় প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শওকত জালাল, স্থানীয় ইউপি সদস্য মো. তৈয়ব উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. শামসুল আলম ও মো. মফিজ মিয়া ফারুকী, বিশিষ্ট সমাজসেবী বজল আহমদ জুনু, সেলিম সিকদার, দিদার কামাল, সালামত আলী, মো. আলমগীর, নোমান তালুকী প্রমুখ। উল্লেখ্য, এ প্রজেক্টে হযরত আলহাজ্ব ওছমান আলী মাস্টার (রহ.) এর পরিবার এবং ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করেছে। গৃহপ্রাপ্ত পরিবারের পক্ষ থেকে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট এবং সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।#
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.