--- বিজ্ঞাপন ---

ভারতের সাথে ডাক যোগাযোগও বন্ধ করে দিলো পাকিস্তান

0

ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মির নিয়ে বিভিন্ন সময় নানা সংঘাত হলেও দু’দেশের মানুষের মধ্যে চিঠির আদান প্রদান বেশ ভালো ছিলো। বিশেষ করে সীমান্তবর্তী পাঞ্জাব, কাশ্মিরের মানুষের অনেক আত্মীয় স্বজন দু’দেশেই রয়েছে। যাদের সকাল-বিকাল যোগাযোগে তেম সমস্যা হতো না। পাঞ্জাব থেকে প্রকাশিত পত্রিকার আদান-প্রদানও ছিল নিত্যদিনের মতো। কিন্ত অনেকটা হঠাৎ করে পাকিস্তান ভারতের সাথে আকাশপথ বন্ধের পর এবার ডাক যোগাযোগও বন্ধ করে দিলো পাকিস্তান। এর আগে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল।

‘পাঞ্জাব দে রঙ্গের’ সম্পাদক ইশান এইচ নাদিম ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘সম্প্রতি ৭০টি পত্রিকা ভারতের পাঠকদের জন্য পাঠানো হয়েছিল। তবে, সবকটিই ফের ফেরৎ পাঠিয়েছে পাকিস্তান ডাক বিভাগ।’ এছাড়াও তিনি বলেন, ‘আমাদের জানানো হয়েছে ভারতের সঙ্গে ডাক যোগে কোনও আদানপ্রদাণ হবে না। ২০১০ সাল থেকে এধরণের সমস্যার মুখোমুখি হতে হয়নি। যখন আমরা গুরু নানকদেবজির ৫৫০ তম জন্মদিন পালন করছি তখন এই নিষেধাজ্ঞা খুবই দুর্ভাগ্যের।’ পাক সরকারের সিদ্ধান্তকে উভয় দেশের সংস্কৃতির উপর নৃশংস আঘাত বলে মনে করছেন ‘পাঞ্জাব দে রঙ্গের’ প্রকাশক সংস্থা দয়াল সিং রিসার্চ এন্ড ফাউন্ডেশন। জানালেন, পত্রিকা সম্পাদক নাদিম।

শেষপর্যন্ত দু’দেশের সম্পর্ক কোথায় গিয়ে দাড়ায় এটাই এখন দেখার বিষয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.