--- বিজ্ঞাপন ---

ভূমিকম্প বোমা ‘টল বয়’ বিস্ফোরন করল পোল্যান্ড

0

বিশেষ প্রতিনিধি ##

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিশাল আকৃতির বোমা ঘুম হারাম করে দিয়েছিল পোল্যন্ড সরকারের। গত বছর পানির লাইনের কাজ করতে গিয়ে বোমাটি খুজেঁ পায় শ্রমিকরা। এ বোমাটির নাম দিয়েছে ‘টল বয়’। ভুমিকম্প বোমা নামে পরিচিত টল বয়কে অবশেষে বিস্ফোরনের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিশাল আকৃতির বোমা নিষ্ক্রিয় করল পোল্যান্ড সরকার। প্রায় পাঁচ টনের এই বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করারও ঝুঁকি ছিল মারাত্মক। কিন্তু পোল্যান্ডের নিরাপত্তা বাহিনী সাফল্যের সঙ্গে বাল্টিক সাগরে জলের নীচে বোমাটি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণস্থল সংলগ্ন প্রায় আড়াই কিলোমিটার এলাকার ৭৫০ জন বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পোল্যান্ড নেভি জানিয়েছে, সমূদ্র উপকূলে বিশেষ চ্যানেল বানিয়ে জলের নীচে বিস্ফোরণটি ঘটানো হয়। স্থানীয় এক বাসিন্দা কথায়, এর আগেও অনেক বোমা বিস্ফোরণ হয়েছে। ডাক নাম ‘টল বয়’। অন্য একটি পরিচয়ও রয়েছে তার — ভূমিকম্প বোমা।

১৯৪৫ সালে নাৎসি বাহিনীর যুদ্ধবিমান ধ্বংসের জন্য বোমাটি নিক্ষেপ করেছিল রয়্যাল এয়ারফোর্স। বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন বোমাটির দৈর্ঘ্য ৬ মিটারের সামান্য বেশি। এর মধ্যে ছিল ২.৪ টন বিস্ফোরক। গত বছর উত্তর পোল্যান্ডের সমুদ্র বন্দর সংলগ্ন একটি শহরে খনন কার্যের সময় বোমাটি উদ্ধার হয়েছিল।###১৫.১০.২০

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.