অনলাইনে উচ্চ শিক্ষা কার্যক্রম চালু করলো দক্ষিণ কোরিয়া দূতাবাস
বাংলাদেশী নাগরিকরা কাজের পাশাপাশি সহজে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন
দীর্ঘদিন ধরে অনলাইনে উচ্চশিক্ষার জন্য কোরিয় দূতাবাস চেষ্টা চালিয়ে আসছে। করোনা পরিস্থিতির কারনে এ কার্যক্রম শুরু করা ছিল কঠিন। দক্ষিণ কোরিয়ায় কর্মরত রেমিটেন্স যোদ্ধাদের অনেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান। কাজের পাশাপাশি শিক্ষাগত ক্ষেত্রে নিজেদের উন্নত করার লক্ষে দূতাবাসকে অনলাইনে কার্যক্রম শুরু করার অনুরোধ জানান অনেকে। রাষ্ট্রদূত আবিদা ইসলাম বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এ ধরনের একটি কার্যক্রম শুরুর পদক্ষেপ নেন। রবিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশী ইপিএস কর্মীদের জন্য অনলাইনে বি.এ. পাস কোর্স কার্যক্রম।