আন্তর্জাতিক ডেস্ক ##
আফগান সরকারী বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে গত ২৪ ঘন্টায় মধ্যে দক্ষিণ কান্দাহার ও পূর্ব লাঘমান প্রদেশে সংঘর্ষের সময় কমপক্ষে ৭০ জন তালেবান বিদ্রোহী নিহত ও ৫৫ জন আহত হয়েছে। কাবুল থেকে এটি নিউজ এর বরাত দিয়ে আফগানিস্তান টাইমস পত্রিকা রোববার ( ২৯ নভেম্বর ) এ খবর জানায়।
রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, তালেবান বিদ্রোহীরা শনিবার রাতে আফগানিস্তান জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষা বাহিনী (এআরডিএস) এর কান্দাহারের জেরাই ও দন্ড জেলাগুলিতে আক্রমণ চালিয়ছিল।বিবৃতিতে বলা হয়েছে, আফগান বাহিনীর পাল্টা অভিযানে ৪০ জন তালেবান বিদ্রাহী মারা গেছে এবং ৩৮ জন আহত হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও এতে ধ্বংস করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। রবিবার লাঘমান প্রদেশের দওলত শাহ জেলায় অনুরুপ অপর এক অভিযানে ৩০ জন তালেবান নিহত ও ১৭ জন আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নিহতদের মধ্যে ওই জেলার তালেবান গোয়েন্দা বিভাগের প্রধান এবং তাদের একজন কমান্ডারও রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে তাদের বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছিল।