--- বিজ্ঞাপন ---

রোটারীর ’পল হ্যারিস ফেলো’ হলেন রোটারিয়ান ইকবালুর রহমান

0
রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস পরিবারের পক্ষ থেকে প্রথম ‘পল হ্যারিস ফেলো (পিএইচএফ) হলেন ক্লাবের সচিব রোটারিয়ান কাজী ইকবালুর রহমান। গত ২২ ফেব্রুয়ারী ক্লাব সভাপতি রোটারিয়ান কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রোটারীর অতীত জেলা গর্ভনর অধ্যাপক তৈয়ব চৌধুরী রোটারী ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তারঁ হাতে সার্টিফিকেট তুলে দেন।
রোটারিয়ান ইকবালুর রহমান এ ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি রোটারী ক্লাব অব রয়লেস পরিবারের সদস্য হয়ে অনেকগুলো সমাজসেবা মূলক কর্মকান্ড সম্পন্ন করেছেন। চট্টগ্রামের জেলার সন্ধীপ পৌরসভার ওয়ার্ড নং-৫ এর কাজী এলাহাদাত মুন্সী বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ইকবাল। তিনি একজন মানবতাবাদী, সমাজ সংস্কারক ও ক্রীড়ামোদী ও শিক্ষানুরাগী। নিরবে নিভৃতে পিছিয়ে থাকা মানব সেবায় তার নিত্য পদচারণ। তিনি সন্ধীপ সমিতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, চট্টগ্রাম রোগী কল্যাণ সমিতি, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, আমরা বাঙ্গালী ক্লাব এর আজীবন সদস্য। তিনি আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ইউনিটি ক্লাবের সভাপতি। সমাজ উন্নয়ন ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য তাকে দি রোটারী ফাউন্ডেশন অব রোটারী ইন্টারন্যাশনাল কর্তৃক পিএইচএফ মর্যাদায় ভূষিত করা হয়। মানব সেবা ও সমাজ উন্নয়নে অবিরত সেবাদানে তিনি সকলের দোয়া চেয়েছেন।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.