--- বিজ্ঞাপন ---

মালয়েশিয়া যেতে দূতাবাসের ছাড়পত্র-নোটিশ আর লাগবে না

0

করোনাকালে অন্যান্য দেশের মতো মালয়েশিয়ার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ আছে। মালয়েশিয়াতে যাবার জন্য দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমন নোটিশ ছিল বাধ্যতামূলক। তবে এ ক্ষেত্রে পরিবর্তন এসেছে। বলা হয়েছে, শনিবার (১ মে) থেকে মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না বলে জানিয়েছে দেশটির ঢাকার দূতাবাস।

ঢাকার মালয়েশিয়ান দূতাবাস বৃহস্পতিবার ২৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ নোটিশের পর অনেকের মধ্যে স্বস্তি ফিরে আসে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে মালয়েশিয়ায় যেতে ভিসার পাশাপাশি দূতাবাস থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগত। শনিবার ১ মেথেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ আর লাগছে না।

তবে মালয়েশিয়ায় প্রবেশে ক্ষেত্রে করোনা সনদ দেখানোর পাশাপাশি কোয়ারেন্টাইন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস।

উল্লেখ্য, মালয়েশিয়ায় ফের বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩১৪২ জন এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৭৭ জন। মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৫৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৩৯৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কঠোর সতর্কতার মধ্যেও গত ২৪ ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজারেরও অধিক। এর মধ্যে সেলেঙ্গরে ১০১৯ সর্বাধিক সংখ্যক আক্রান্ত। এরপর ক্যালানটান ৫২৩, কুয়ালালামপুর ৪৪০, সারাওয়াক ৪১৬, জোহর ১৯৪, কেদা ১২০, পেনাং ৯৮, সাবাহ ৮৭, পেরাক ৬৯, নেগেরি সেমবিলান ৬১ , মেলাকা ৪২, তেরেংগানু ৪০, পাহাং ১৫, পুত্রজায়া ১৩, লাবুয়ান ৪ এবং পেরিলিসে ১ জন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.