সমাজসেবক রোটারীয়ান মোহাম্মদ আবসার উদ্দিনকে সভাপতি ও ব্যবসায়ী রোটারীয়ান মোঃ আবু নাসেরকে সম্পাদক করে রোটারী ক্লাব অব রয়েল’স এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি (২০২৪-২০২৫) গঠিত হয়েছে। নতুন কমিটির বোর্ড সদস্যরা ১ জুলাই ২০২৪ সাল থেকে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদ্য অতীত সভাপতি রোটারীয়ান কাজী ইকবালুর রহমান, নির্বাচিত সভাপতি (২০২৫-২০২৬) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) রোটারীয়ান আবদুল্লাহ আল ইউসুফ, সহ- সভাপতি রোটারীয়ান গোলাম মোস্তাফা ইকবাল, কোষাধ্যক্ষ রোটারীয়ান মোহাম্মদ হুমায়ন কবির, যুগ্ম সম্পাদক রোটারীয়ান শেখ জামাল আহমেদ সেকু পরিচালক (ক্লাব সেবা) রোটারীয়ান জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক (ভোকেশনাল সার্ভিস) রোটারীয়ান ইয়াহিয়া আরফান, পরিচালক (সমাজসেবা) রোটারীয়ান ডা. হোসেন কাউসার, পরিচালক (ইয়ুথ সার্ভিস) রোটারীয়ান কাজী আবুল মনসুর, পরিচালক (আন্তর্জাতিক সেবা) রোটারীয়ান কাজী নাসির উদ্দিন, বুলেটিন এডিটর রোটারীয়ান ক্যাপ্টেন শিমুল দত্ত , সার্জেন্ট এট আর্মস রোটারীয়ান মাজেদুল হক ও ক্লাব ট্রেইনর রোটারীয়ান আহমেদ মুনির।
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী র্সবাদ