আলী রশীদ, আমিরাত প্রতিনিধি#
সংযুক্ত আরব আমিরাতে হতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে আমিরাতের রেমিট্যান্স প্রেরনকারী অন্যতম প্রতিষ্ঠান ‘আহলিয়া এক্সচেঞ্জে’ তাদের শীতকালীন প্রমোশন শুরু করছে। বৃহস্পতিবার(১২ অক্টোবর) ২০২৩ হতে শুরু হওয়া এ প্রমোশন চলবে ৮ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২ টায় আহলিয়া এক্সচেঞ্জের আবুধাবিস্থ হেড অফিস মিলনায়তনে ‘মিট দি প্রেস’ অনুস্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মি: সন্তোষ নায়ের, ডেপুটি অপারেশন ম্যানেজার মি: সানিশ কোললারা, ব্যাংকিং অপারেশন ম্যানেজার মি: মোহাম্মদ মারগুব, ফিন্যান্স ম্যানেজার মি: আতিকুর রহমান, মি: প্রদেশ এমসি এবং মি: সুদর্শন জোশি উপস্থিত ছিলেন। এ সময়ে আমিরাতে কর্মরত /অবস্থানরত বাংলাদেশ, ভারত,পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, মিশরসহ আমিরাতে ইংরেজী ও আরবী মিডিয়ার মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন আমিরাতের প্রভাবশালী ইংরেজী দৈনিক ‘দি খালিজ টাইমস’ ও ‘দি গালফ নিউজ’এর প্রতিনিধিরাও।
অনুষ্ঠানে আহলিয়া এক্সেচেঞ্জের উর্ধ্বত্বন কর্মকর্তাগন উপস্হিত থেকে প্রমোশনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। ১২ অক্টোবর’২৩ হতে ৮ফ্রেব্রুয়ারী২৪ পর্যন্ত এ প্রমোশনে থাকছে ১০টি গাড়ী। যারা আহলিয়া এক্সচেঞ্জের ৩০ টি ব্রাঞ্চের মাধ্যমে স্ব স্ব দেশে টাকা পাঠাবেন তারা ফ্রি লাকী কূপন পাবেন। ঐ লাকী কূপনের মাধ্যমে ভাগ্যবানরা জিততে পারবেন ব্র্যান্ড নিউ গাড়ী। বিগত বছরগুলোতেও অন্যান্য দেশের প্রবাসীদের ন্যায় বাংলাদেশী ভাগ্যবান প্রবাসীরা নিজ দেশে টাকা পাঠিয়ে গাড়ী জিতেছেন। এবারও বাংলাদেশের প্রবাসীরা আহলিয়া এক্সচেঞ্জের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রেরণ করে জিতে নিতে পারবেন একাধিক নতুন গাড়ী।#
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী র্সবাদ